
hotasha - warfaze lyrics
সকাল থেকে রাত্রি সময় কাটে না যে
নানান বাজে চিন্তা আমায় ঘিরে রাখে
অন্তরের ভেতর শুধু কষ্টের হাহাকার
বিষন্নতার আভা সদা আমার আকাশে
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি শুধু ভাবি
শেষ কবে হতাশার
ভালোবাসার ক্ষত শুকোয়নি যে আজও
তোমার মধুর কন্ঠ আজও কানে বাজে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি শুধু ভাবি
শেষ কবে হতাশার
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
সুদিন আমার সয়না তাই দুঃখ ফিরে আসে
হতশাগুলো বুঝি আজ মুখ চেপে হাসে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
হতাশা
Random Song Lyrics :
- bipolar - été (jpn) lyrics
- emrata - tommy toxxic lyrics
- right now - balram kisku lyrics
- 14 años 9 meses - la arrolladora banda el limón lyrics
- up (intro) - lil deeg lyrics
- hollywood - car seat headrest lyrics
- largadão - lexa lyrics
- diamonds - tiredbvy lyrics
- dance in your storm - shawn mendes & camila cabello lyrics
- kış uykusu - idil meşe lyrics