
jibon amar - warfaze lyrics
Loading...
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
প্রতিদিন আমার মনে পড়ে তোমার অতীত স্মৃতিগুলো
ভালোবাসা মনে আশা ছিলো কেন এমন হলো
তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায়
চলে গেলে কোথায়, কোন দূর অজানায়?
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
স্বপন নেই চোখে
আশা নেই বুকে
ভেঙ্গে গেল ঝড়ে
আবেগ নেই মনে
শুধু তোমায় পড়ে আমার মনে
ব্যাথারই স্রোতে মন আমার হারাতে যে চায়
চলে গেলে কোথায়, কোন দূর অজানায়?
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
Random Song Lyrics :
- sobased (cyberia x wash) - shmunko666 lyrics
- infantil - outono lyrics
- go scene kid (bitume noir) - artwo lyrics
- karla's song - ghandiee_ lyrics
- мысли (thoughts) - m3ttssicked & k4mrqq lyrics
- too swing - kaydy cain & pocas libras lyrics
- thug baby - westen lyrics
- 3 meses - danny ocean lyrics
- that was yesterday - marlo thomas lyrics
- truth be told! - filtered lyrics