
jibon dhara - warfaze lyrics
jibon dhara lyrics
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post*chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[post*chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post*chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায়, তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে, কারো নেই যে কিছু করার
[verse]
কত আশাতে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙেচুরে
মুক্তির নিশানটাকে সামনে তুলে ধরে
বারেবার বারেবার এগিয়ে গেছে তারা
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[verse]
শত ছলনা, প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
দৃপ্ত শপথ নিয়ে নতুন সমাজ গড়ে
আরেকবার আরেকবার এগিয়ে যাবে তারা
[chorus]
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া
[post*chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার
[post*chorus]
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব, যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ, সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে, কারো নেই যে কিছু করার
Random Song Lyrics :
- last words of the wobbling sun - artificial brain lyrics
- reina del cabaret - jojo el 25-04 lyrics
- first times - violet days lyrics
- осколки(fragments) - shibor lyrics
- leleka (лелека) - mokosha lyrics
- растаяла (rastayala) - grizzli zhaba lyrics
- lucky number seven (ft. sidemy) - sokho lyrics
- i am william - 2shots lyrics
- rip playa - rikoshetny lyrics
- de vacaciones - fmk lyrics