
joto durey - warfaze lyrics
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
Random Song Lyrics :
- spacecar - remix - dante yn lyrics
- que demais! - iron master lyrics
- por las noches - de lein lyrics
- token (single mix) - dubstar lyrics
- the destiny of the murdered musician - neptune lyrics
- мне не больно (i don't get hurt) - atow lyrics
- strange - bicycle lyrics
- ily - frey xenét lyrics
- フワフワ・ブランニュー(fuwa fuwa brand new - fluffy and brand new) - halcali lyrics
- favorite kind of high (david guetta remix) - kelly clarkson lyrics