
mone pore - warfaze lyrics
Loading...
মনে পড়ে সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কখনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে..
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে…
Random Song Lyrics :
- da-me a ti mesmo - differentwrld lyrics
- kao ljubav iz romana - samira grbović sani lyrics
- garden of rot - sodapoor lyrics
- lifeline - cain lyrics
- the glistening onion - pearla lyrics
- rage! - valanceee lyrics
- suicide in stockholm - sinizter lyrics
- psychedelic - lex (jpn) lyrics
- won't be scared - aleksi campagne lyrics
- semestinya. - teddy adhitya lyrics