
mounota - warfaze lyrics
নীরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
Random Song Lyrics :
- drugrace - tinecchi lyrics
- hear me out - sixthells lyrics
- on the loose - izaya tiji lyrics
- she will love again - jessie payo lyrics
- left off - may spring lyrics
- shine like stars - pink zebra lyrics
- friend zone - caleb willoughby lyrics
- tired - su lee lyrics
- b-a-z - funktasztikus lyrics
- bye me fui - bad bunny lyrics