
obak bhalobasha | coke studio bangla - warfaze lyrics
[choir intro]
[verse 1: babna karim]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা*হা, আহা*হা, হা*হা
আহা*হা, আহা*হা
[pre*chorus: babna karim]
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা*হা, আহা*হা, হা*হা
আহা*হা, আহা*হা
[chorus: babna karim]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
[instrumental break]
[verse 2: palash noor]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা*হা, আহা*হা, হা*হা
আহা*হা, আহা*হা
[pre*chorus: palash noor]
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা*হা, আহা*হা, হা*হা
আহা*হা, আহা*হা
[chorus: palash noor]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
[instrumental outro]
Random Song Lyrics :
- beautiful tragedy - mike dignam lyrics
- de coolste dj - kinderen voor kinderen lyrics
- silk shirt ambassador - meyhem lauren lyrics
- welcome to the bitter dawn - lazer cake lyrics
- g&g (freestyle) - albo lyrics
- varje gång du möter min blick - kent lyrics
- chemical reactions - tom milsom lyrics
- astronauta - bemvirá lyrics
- not aight! - lil vivi lyrics
- to be by your side - bruno coulais lyrics