
circle - whysir aka sayak, knawck & deymon lyrics
[verse 1]
খুনিদের সাথে মিশে তবু কোনো খুন দেখিনি
যেমন পুলিশের সাথে থেকে কোনো কানুন দেখিনি
হার রোজ কাঁটা প্রতি পথে দেখি, তবু ফুল দেখিনি
রাস্তার থেকে শিখেছি, সেখানে স্কুল দেখিনি
কত বন্ধুই অনাথ আর আমি বাবা*মায়ের মুখ দেখেছি
মাথা নিচু করে বাঁচি, তাদের মুখে সুখ দেখিনি
যেহেতু মাথা নিচু করে বাঁচি, হয়তো তাই দূর দেখিনি
vision হয়তো নেই, তবু মাথা কুল রেখেছি
মন ভালো হলেও না জানি, কত রুল ভেঙেছি
বন্ধুদের কাছে কুল হতে কত গুল মেরে ছিলাম
আমি সেই দানা মেলা এক পিঁপড়ে, লাভের গুড় এনেছি
তবে মরার যাওয়ার আগে তিকি নিজের আমি ভুল ভেঙেছি
কালো কর গলায় অতিচালাক হওয়ার আগে নিজেকেই ফুল ভেবেছি
তবে সত্যি এটা বিশ্বাসে না, কী ভিত্তির কারণে truth জেনেছি
বিলানোর কথা, বাতেলা খিদেতে আমিও কারো খাবার মেরেছি
তাই এই সৃষ্টির সঙ্গী, শুধু মাত্র দৃষ্টি ভঙ্গি আর তাতে ফুল দেখেছি
[chorus]
life’s a full circle when i look into the mirror
life’s a full circle আমি এক আর অদ্বিতীয়
life’s a full circle আমি villain, আমি hero
life’s a full circle net ফলটাই পুরো zero
life’s a full circle when i look into the mirror
life’s a full circle আমি এক আর অদ্বিতীয়
life’s a full circle আমি villain, আমি hero
life’s a full circle net ফলটাই পুরো zero
[verse 2]
life’s a full circle, এখানে কম্পাসও দিশাহীন
life’s full circle, এখানে জন্মানোটাও বিশাল ঋণ
i was born free but everywhere i’m in chains
and life’s full a circle, i pay the price for wearing a chain
life’s a full circle, আমরা বসে নাগরদোলনায়
কখনো উপরে, কখনো নিচে, কিন্তু সবাই যাবে গোল্লায়
life’s a full circle, জীবনে goal করলে যা যায় না কী?
এক এর পিছনে অগাধ goal থাকলে সব কিনা যায় না কি?
life’s full circle, গলায় ঝোলানো ওড়না তার দাগ সত্যি কি ঢেকে পারে?
সেই ওড়নায় তাকে সিলিং থেকে হয়তো ঝুলিয়ে রাখতে পারে
cause life’s a full circle, গোল দু’টি চোখও বলে, “বেশি কাছে কোনো কিছুই স্পষ্ট নয় ”
তাই হয়তো কাছের জিনিস হারিয়ে গেলে দূরে গিয়ে স্পষ্ট হয়ে
caus life’s a full circle, হাতে ঘড়ি পালটে দিলেও সময়টা কি পাল্টাবে?
নিয়তি না মনের জোর, কে কার কাছে হার মানে?
[chorus]
life’s a full circle when i look into the mirror
life’s a full circle আমি এক আর অদ্বিতীয়
life’s a full circle আমি villain, আমি hero
life’s a full circle net ফলটাই পুরো zero
life’s a full circle when i look into the mirror
life’s a full circle আমি এক আর অদ্বিতীয়
life’s a full circle আমি villain, আমি hero
life’s a full circle net ফলটাই পুরো zero
Random Song Lyrics :
- blues are setting in - the country side of harmonica sam lyrics
- the big red team - cornell university lyrics
- spider/waves (live at clouds hill) - le butcherettes lyrics
- get low - dj chase lyrics
- la vodka et la baise - al kan lyrics
- fold smoke (intro) - aka the hustler lyrics
- nawl - tay b lyrics
- ты и я (you and me) - f99 lyrics
- paradise* - jt lyrics
- fukk da broke - sippinw4ste lyrics