
tara kor - whysir aka sayak, knawck & deymon lyrics
[chorus]
একদিন সবাই মারা যাবি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
টাকা, বাড়ি, তাড়াতাড়ি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
ডাঁসা মাগি, চাকার চাবি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
এটাই হলো বাঁচার তাগিদ
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
একদিন সবাই মারা যাবি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
টাকা, বাড়ি, তাড়াতাড়ি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
ডাঁসা মাগি, চাকার চাবি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
এটাই হলো বাঁচার তাগিদ
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
[verse]
হাত পোঁছে যাবে সব কিনারায়
হ্যাঁ, বলতে হয় না আসবে ইশারায়
তিন*চারটে b*tch থাকবে বিছানায়
তীর মারলে ঠিক সালা নিশানায়
মানে লক্ষ্য স্থির, six figure চাই
কিন্তু লক্ষ্য স্থির না, কোটি চাই
তুরুপের তাস রাখি বুক পকেটে
মানে mastercard বুকে fear নাই
my dear ভাই, tear নাই চোখে আজ আয় বাঁড়া মুখ ফাটা
দু’ টাকায় বাইক যাবে সব কোটা হুব্বা রা
ভুল ভাঙা জীবন চলছে কোথায় ঘুষ ছাড়া বল
তাই প্রজ্ঞা বলে রোখরা করে রক্ষা
থোবরা নয় রোখরায় আসে শ্রদ্ধা
লক্ষীকে চাই, ভক্তি তো নাই
কিন্তু দক্ষিণাতে আরো দক্ষিণা দান করে ভক্তি দেখাই আমি
[pre*chorus]
টাকা চাই, চাই টাকা টাকা, টাকা চাই, তাড়া কর, তাড়া কর
চল, ব্যাটা, চল গম ভেঙে দে, সব কেড়ে নে পর মালা পর
মানে কি ফলাফল, বাঁড়া মরলে মরবি নাইলে সুবিধা বুঝ
দুনিয়া তোর তখন কে রাজা বল?
টাকা চাই, টাকা চাই, টাকা তাই, তাড়া কর
কতো কাঁটা পড়ে যায় তবুও ছাড়বে না কেউ
ছেড়ে দিলে মারা পর
[chorus]
একদিন সবাই মারা যাবি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
টাকা, বাড়ি, তাড়াতাড়ি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
ডাঁসা মাগি, চাকার চাবি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
এটাই হলো বাঁচার তাগিদ
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
একদিন সবাই মারা যাবি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
টাকা, বাড়ি, তাড়াতাড়ি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
ডাঁসা মাগি, চাকার চাবি
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
এটাই হলো বাঁচার তাগিদ
তাড়া কর, তাড়া কর, তাড়া কর, তাড়া কর
Random Song Lyrics :
- obliviamos - roseburg lyrics
- stir crazy - tech g lyrics
- medusa - éodan (br) lyrics
- ghar - ramil ganjoo lyrics
- demons hid - lil blueskies lyrics
- sof sof geshem - סוף סוף גשם - efraim shamir - אפרים שמיר lyrics
- аокигахара ( aokigahara ) - goldtbk lyrics
- can't stand a broke man - ruth brown lyrics
- youngboy - shunaka lyrics
- яд (poison) (romanized) - эрика лундмоен (erika lundmoen) lyrics