
porinoti - zaki aman feat. poonam rahman lyrics
Loading...
তোমাকে দেখে প্রথম
ভাবনা গুলো ছিল
বেসামাল এক ঝড়ের মত
আমার চেতনা জুড়ে
এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হল
পরিণতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকে চাই
আর কেউ নয় আমি যেন পাই
পেলে আর না হারাই ।
এর পর যতবার দেখা হয়েছে
কিছু হইনি বলা তোমাকে
ভেবেছি কেমন হবে
বদলে গেলে তোমার পৃথিবী
যখন জানবে
নিঃশ্বাসে ধরে রাখি আশা
তোমাকে আমার
বিশ্বাস বেধে রাখি স্বপ্ন
ভালবাসার
একটু কাছে আশা
একসাথে ঘর বাধা।
পরিণতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকেই চাই
আর কেউ নয় আমি যেন পাই
পেলে আর না হারাই ।
Random Song Lyrics :
- the moonshine - big something lyrics
- awn - wrappher lyrics
- say nothing (in the absence of content) - sharptooth lyrics
- angel - midwife lyrics
- u ain’t mine - masked man lyrics
- slur - skiver lyrics
- no yores (feat. gianluca) (remix) - pikette23 lyrics
- senza cavi - fisso lyrics
- weak - fractal (vibin) lyrics
- triple 6 - lilkeoniii lyrics