
porinoti - zaki aman & poonam rahman lyrics
তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিলো
বেসামাল এক ঝড়ের মত!
আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হলো!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!
তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিলো
বেসামাল এক ঝড়ের মত!
আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হলো!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!
পরিনতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!!
এরপর যতবার দেখা হয়েছে
কিছু হয় নি বলা তোমাকে।
ভেবেছি কেমন হবে বদলে গেলে
তোমার পৃথিবী, যখন জানবে!
নিঃশ্বাসে ধরে রাখি আশা তোমাকে আমার,
বিশ্বাসে বেঁধে রাখি স্বপ্ন, ভালোবাসার
একটু কাছে আসার, একসাথে ঘর বাঁধার!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!
– আইভান
Random Song Lyrics :
- sitting on top of the world (stuart crichton remix) - delta goodrem lyrics
- catch flights & cry - sywavy lyrics
- ik ben een kikker (door het lint remix) - feest dj maarten & door het lint lyrics
- демивьерж (demi-vierge) - drake dubl lyrics
- рядом нет тебя - pupis lyrics
- изучай (study) - fauzia lyrics
- step back - jor g (mex) lyrics
- toilet truck - gumskab lyrics
- pickle chiffon pie - ethab lyrics
- avhadzuli - cvk instrumentals lyrics