
palhaço (ao vivo) - zé renato lyrics
Loading...
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে দুঃখ পাওয়া ভালো
এমন মাটির বাসার চাইতে, আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথি, বড় হয়ে বদলে গেছে
এমন গানের লাইনের চাইতে, বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে ধুকে ধুকে মরা ভালো।
এমন পোড়া মনের চাইতে সুনীলের কবিতা ভালো।
জনম ধরে কস্টের কথা, বলতে বলতে জনম গেলো।
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে!
আমার একটা মানুষ হইল না, যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না, যে আগা গোড়া জানবে আমারে।
Random Song Lyrics :
- remédios demais - matanza lyrics
- at my mother’s house - tsu surf lyrics
- lrh - freeze corleone lyrics
- everybody has the blues (live) - james taylor lyrics
- the otherside - after midnight project lyrics
- you can never go home - the moody blues lyrics
- rodéo - usky lyrics
- a hope worth losing - withered bones lyrics
- what we use to have - shawndell lyrics
- dam dadi doo - nightcore lyrics