
amar shokol rosher dhhara - zeenia deb roy lyrics
Loading...
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা ॥
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা
আমার সকল রসের ধারা ।।
জীবন জুড়ে লাগুক পরশ,
ভুবন ব্যেপে জাগুক হরষ,
জীবন জুড়ে লাগুক পরশ,
ভুবন ব্যেপে জাগুক হরষ ।
তোমার রূপে মরুক ডুবে,
আমার দুটি আঁখিতারা ॥
আমার সকল রসের ধারা
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার ॥
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার
ছড়িয়ে-পড়া আশাগুলি
কুড়িয়ে তুমিদ লও গো তুলি
গলার হারে দোলাও তারে
ছড়িয়ে-পড়া আশাগুলি
কুড়িয়ে তুমিদ লও গো তুলি
গাঁথা তোমার ক’রে সারা ॥
Random Song Lyrics :
- irritar é sua meta! :( - duda paduzitah lyrics
- what if it turns out alright - 4ever falling, 静的 static & love matt lyrics
- keep on trying - indigo de souza lyrics
- tailwhip - live 2025 - men i trust lyrics
- да (yes) - rimskit lyrics
- kadr - ariozh lyrics
- game of revenge - lifelike (metalcore) lyrics
- cuchillos de neón - romanthica lyrics
- why - la révolution française lyrics
- на твоем теле (na tvoem tele) - mamadaimneglock lyrics