
পারাপার | parapar - ziaur rahman featuring kanak aditya lyrics
যতদূর পারাপার কোথাও নেই
নেই তাই বিষাদের ঠিকানায় শুধুই রঙ মেখে যাই পালাই খুব
স্বপ্নের খাতায় সব সব চুপ
চোখে চোখেই এইখানেই হোক
কতকাল আর হৃদয়ের জমাট বাঁধা শোক
ভালোবাসায় সমুদ্র চোখ
বৃষ্টির চুম্বন মেখে রংধনু হোক নিষ্প্রাণ এই সন্ধ্যায়
স্বপ্নের পারাপার জোছনার আকাশের চেয়েও নীল – নীল – নীল
হৃদয়ের আকাশে উড়ে যাক স্বপ্নের শত গাংচিল।
বেদনার অভিধান অভিমানী সমুদ্রের চেয়েও নীল – নীল * নীল
তোমাদের আকাশে উড়ে যাক স্বপ্নের শত গাংচিল।
কোথায়*
দূর সীমানায়
কোন মুক্ত ডানায়
কিছু স্বপ্ন হারিয়ে যায়।
তবু*
ঝাপসা চোখে
ওরা অন্ধ বুকে
তাজা নিঃশ্বাস ভালবাসায়
বেপোরোয়া উত্তাল ঢেউ
ছায়া ছায়া ভবঘুরে কেউ
দেখেশুনে উড়ে যাবে একঝাক গাংচিল নিষ্প্রাণ এই সন্ধ্যায়
স্বপ্নের পারাপার জোছনার আকাশের চেয়েও নীল – নীল – নীল
হৃদয়ের আকাশে উড়ে যাক স্বপ্নের শত গাংচিল।
বেদনার অভিধান অভিমানী সমুদ্রের চেয়েও নীল – নীল * নীল
তোমাদের আকাশে উড়ে যাক স্বপ্নের শত গাংচিল।
যতদূর পারাপার পালাই
হৃদয়ে অসহায় বনসাই
এই নির্বাক সন্ধ্যায়
শংখনীল সীমানা।
Random Song Lyrics :
- cold shoulder - techno westerns lyrics
- wood grain - josh simmons lyrics
- no se - selgy sa lyrics
- silent dream - spheriia lyrics
- liebestod - richard wagner lyrics
- nel blu! - giulio salvatori lyrics
- nurture - sabrina claudio lyrics
- the squash song - midnight choir (au) lyrics
- my man - becky and the birds lyrics
- última declaração - $gg luck$ lyrics