
charpoka - zunayed evan lyrics
Loading...
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ
আয়নাতে চোখ ছোঁয়
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা
আমার ভাললাগা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
তবু ভয় হয়, মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয়, মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভালোলাগা
আমার ভালোবাসা
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে?
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
Random Song Lyrics :
- woah / i'm high asf - tana lyrics
- say my name - whistler isaiah lyrics
- i love you from the bottom of my bottle - texmachine lyrics
- alone for the holidays - slayrrc lyrics
- i'm in the mood for love - peaches & herb lyrics
- hoodie - bekar lyrics
- posse de bola - lil mike (prt) lyrics
- main rahoon - abhijeet lyrics
- track 12 - juskex lyrics
- karma - l'apache lyrics