
kemon acho - zunayed evan lyrics
Loading...
কেমন আছো কোথায়?
মনে কি রবে?
নেশা লাগে ঠোঁটে
নিশানা চোখে
কী দিয়ে যে তারে
বোঝাবো আমায়?
কোন আকাশে সে
ডানা মেলে উড়ে
এই ভাবে আমার
মেট্রো জীবন
কোন রকমের এক
হলুদের রঙ
কত গাড়ি চলে যায়
দূরবীনে বাড়ি
জানালাতে চোখ
মুছে দেবে কি?
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
কোন দেশে থাকে সে?
কোন দেশে ঘুম?
নিংড়ে যাব আমি, নিংড়ে তুমি
কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায়!
এশট্রের ফাঁকে স্বপ্ন দেখা
কত দিনের এ ব্যথা বোঝাবো কারে?
কত ব্যথা সয়ে যায়, সয়ে যেতে হয়!
কী নামে ডাকি তারে?
কী হাতে ধরি?
কী মায়া চোখে আহা!
হয়ে যাব শেষ
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
ছাড়তে পারি না রে!
সইতে পারি না রে!
কাঁদতে পারি না রে…
Random Song Lyrics :
- scoobie doobie - alex schor lyrics
- caleb's house - ox33n & meeez lyrics
- clube da chupa - clube da chupa lyrics
- op die plek - dld music lyrics
- pawg - city morgue lyrics
- tout niquer - selim13002 lyrics
- the dynasty - jt music lyrics
- hurt so good - snow strippers lyrics
- bogatstvo je moje - kadi kadira lyrics
- icantdoitright - liteyear lyrics