
oshonglognota - arbovirus lyrics
Loading...
দেয়াল ভেঙ্গে এক টুকরো আলো
উঁকি মারে অনিচ্ছায়
নেশার মত লাগে অপরিচিত বোধে
ভারি নি: শ্বাসে সে আপন
এত আলো, এত সত্য আমি নিতে পারি না
কিছুটা অস্পষ্টতায়, কিছুটা দ্বিধায়
নিজেদের আমরা সবাই ঘৃণা করি
মুখোমুখি যখন অবাধ্য আলোয়
মুখ ঘুরিয়ে নিই হীনম্মন্যতায়
এত আলো, এত সত্য আমি নিতে পারি না
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়
এত আলো, এত সত্য আমি নিতে পারি না
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়
এত আলো, এত সত্য আমি নিতে পারি না
Random Song Lyrics :
- i want you - matt foreman lyrics
- presentación 2019 - metele que son pasteles lyrics
- lágrimas y odio - xcese lyrics
- hino de piraquara - hinos de cidades lyrics
- даунгрейд (downgrade) - northred.edi lyrics
- anfürsich es et blues - the piano has been drinking lyrics
- հայաստանը (hayastane) - serj tankian lyrics
- transsexual appreciation day - bruhmanegod lyrics
- she said - riz la vie lyrics
- servin' nuh fienz - raiyuinthecut lyrics