
tumi akasher buke (shorolotar protima) - khalid (bd) lyrics
[chorus]
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
[instrumental break]
[guitar solo]
[verse 1]
আমার পথে তোমার ছায়া
পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন গতি
সে কি তোমার অজানা?
[chorus]
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
[guitar solo]
[verse 2]
শ্রাবণ বেলায় তোমারই কথা
ভেবে বিষণ্ণ এ মন
আশার পথে দিয়েছি পাড়ি
যেথা তোমার বিচরণ
[chorus]
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া
Random Song Lyrics :
- mc paraqueda - verbo pesado lyrics
- the dreamer - d. green lyrics
- damage - the van jets lyrics
- time with you - georgia mae lyrics
- ms. hustle vs. o’fficial - urltv lyrics
- code - dj dax lyrics
- luz vermelha - elza soares lyrics
- problemless - lp rambo lyrics
- electric - unperfect lyrics
- the endings of everything - s.o.g. lyrics