
tumi - level five lyrics
Loading...
[verse]
তুমি সামনে নেই
তাও তুমি ভাসো
মনের মাঝে লুকিয়ে
একটুখানি হাসো
স্বপ্নে আমার তোমার ছবি
চুপটি করে আসে
সকাল থেকে রাতের শেষে
থাকো আমার পাশে
[pre*chorus]
প্রতি রাতে আমাদের কথা বলা
তোমার সাথে হাজারো গল্প লেখা
আমাদের আঙুলে জোট বাঁধা
আমাদের ভালো লাগা
[chorus]
আলো জ্বলে, আলো জ্বলে
আমার মনে আমার মনে
তোমার ছবি চোখের সামনে এসে ভাসে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
ঠোঁটের মাঝে গল্প জমে
তোমায় আমি খুঁজি সারাক্ষণ
এই আমার মন
এই আমার মন
এই আমার মন
[outro]
তুমি
Random Song Lyrics :
- a vida íntima e particular da mansão - fernanda maia lyrics
- sampler 4 (snippet) - 187 strassenbande lyrics
- a week ago, part 2 - dj clue? lyrics
- our story - yohio lyrics
- stuck in my ways - chris king lyrics
- no quiero que te vayas - plan b (pr) lyrics
- adam vs eve - epic rap battles of history lyrics
- me canse de ser la otra - la india lyrics
- hell yeah - milla lyrics
- ny 4 life - havoc lyrics