
je din - warfaze lyrics
Loading...
যেদিন খুশির কান্না ভেজাবে এই চিবুক
তোমায় নিমন্ত্রণ, আমার সাথে কাটিও কিছুক্ষণ
যেদিন হাসির ছটায় ভরবে আমার বুক
বাঁধনহারা সুখ, বিলিয়ে দেব ভরিয়ে তোমার মন।
বাধার অরণ্যে, স্থরিবতায় কতকাল কেটে যায়
তবুযে স্বপ্নে ছবি আঁকা
এখন মনে আমার অনন্ত করুণ সুর, থেকো বহুদূর
দুঃখের অশ্রু ঝরুক আমার একা
এখন ঝড়ে কাঁপছে আমার ঘর, আপন কি পর
হাসলে সকাল আবার হবে দেখা
যেদিন স্রোতোস্বীনির অকাল স্বর্গবাস
আর ব*দ্বীপের উপবাস, লজ্জায় আমি রব অন্তঃপুরে
যেদিন বর্শাঘাতে বিলীন পঙ্কিলতার গ্লানি
যদিও মন অভিমানী
ভিজবো তোমার সাথে উদ্দীপনায় পুড়ে
যেদিন বিজয় গর্বে ভাসবে আমার দেশ
মাতাল পরিবেশ
প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত
সেদিন জয়ের মিছিল ছুটবে ধেয়ে বেগে
থাকব সবার আগে
রাখবো আমি তোমার হাতে হাত
Random Song Lyrics :
- xhemile - sinan hoxha lyrics
- daar is nie meer jy nie - wanie lyrics
- du bist nicht hier - bxgdan, aidan & xiljan lyrics
- bok - dbait lyrics
- turn up - harmonize lyrics
- never gonna die (alt version) - zara larsson lyrics
- wagamamas - el gully lyrics
- luvstore - helios ⋆ 812 lyrics
- ily4vr - friday dreaming lyrics
- hala - aca (tur) lyrics